বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই, প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহায়তায় গত ২৩ নভেম্বর ২০১৬ তারিখে চট্টগ্রাম বিভাগের ইনোভেশন সার্কেল (পার্ট-২) চাঁদপুরে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত প্রোগ্রামে অংশ নিয়েছেন কুমিল্লা, নোয়াখালি, ফেনী, চট্টগ্রাম, বি~বাড়িয়া জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তাগণ । মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এবং জেলা প্রশাসন, চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এন এম জিয়াউল আলম, সচিব ( সমন্বয় ও সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহ্ কামাল, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জনাব মানিক মাহমুদ, ক্যাপাসিটি ডেভেলাপমেন্ট স্পেশালিষ্ট, এটুআই এবং সভাপতিত্ব করেন জনাব মো: রুহুল আমিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পুলিশ সুপার, প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিত্যনতুন সেবা উদ্ভাবনের মাধ্যমে কিভাবে জনগণকে আরো বেশী সেবা প্রদান করা যায় সেই বিষয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
জেলা ও বিভাগের বাৎসরিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় চিহ্ণিত করা, জেলা প্রশাসনের সমন্বয়ে (দুই দিনের উদ্ভাবনী প্রশিক্ষণের মাধ্যমে) স্থানীয় উদ্ভাবনী আইডিয়ার সম্প্রসারণ, উদ্ভাবনের জন্য মেনটরিং কার্যক্রম জোরদার এবং কার্যকর সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। জনাব বিরাজ কুন্ডু অনুষ্ঠানে সফল উদ্ভাবনী রেপ্লিকেশন উদ্যোগ উপস্থাপন করেন। সমবায় অধিদপ্তর এর পক্ষে জনাব হাফিজুল হায়দার চৌধুরী, উপ-নিবন্ধক, সমবায় অধিদপ্তর, ঢাকা সমবায় অধিদপ্তরের ইনোভেশন কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। অনন্য উদ্ভবনী উদ্যোগের জন্য ৭ জনকে স্বীকৃতিও প্রদান করা হয়।